পুজো অ্যাটলাস
পুজোর কলকাতায় আপনার কম্পাস,
মুঠোয় থাকলে আপনিও কলম্বাস!
পুজো অ্যাটলাস কি?
আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর; প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। তা এই বার্তায় সাড়া দিতে পুজোর প্ল্যান তৈরি তো? প্ল্যান করতে গিয়ে পুজোর সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন? আপনার মুস্কিল আসানে এখন হাজির আমাদের "পুজো অ্যাটলাস": আপনার পুজো ঘোরার ডিজিটাল সারথি। কলকাতার প্রতিটি প্যান্ডেলের খুঁটিনাটি থেকে শুরু করে, ট্রাফিক আপডেট, জরুরি পরিষেবা - সবই এক জায়গায়। এই শারদীয়া হোক ঝক্কিহীন আমাদের ওপেন সোর্স প্ল্যাটফর্ম "পুজো অ্যাটলাস"-এর সাথে।
বৈশিষ্ট্য
- ১. নিকটবর্তী প্যান্ডেল:- মা তো চলে এলেন, আপনিও পা বাড়ান পুজোর দিকে। আপনার আশেপাশের সমস্ত পুজো এখন সরাসরি লিংকড গুগল ম্যাপসে; সবচেয়ে সহজ রাস্তায় প্যান্ডেল হপিং-এ আপনিও এবার হয়ে উঠুন কলকাতার কলম্বাস!
- ২. ট্রেন্ডিং প্যান্ডেল:- পুজোর ঘোরাঘুরির প্ল্যানে ফোমোর ভয়? বাকেট লিস্টেই বা কি রাখবেন? এই সমস্ত মাথাব্যথার সমাধান আমাদের রিয়েল টাইম আপডেট ফিচার, জেনে নিন আবেগের পুজোর সবচেয়ে আলোচিত প্যান্ডেল কোনগুলো।
- ৩. হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়লেন বা মানিব্যাগটাই খুইয়ে বসলেন? নিকটতম থানার নম্বর থেকে হাসপাতাল অথবা অ্যাম্বুলেন্স, এক ক্লিকেই এখন সমস্ত এমার্জেন্সি নম্বর, রেডি টু কল, আপনার ডায়ালারে।
- ৪. শেষ মেট্রো ধরতে হবে? একস্ট্রা মেট্রো কখন কোন লাইনে খুঁজে পাচ্ছেন না? নাকি ট্রেন রুটের টাইমটেবলটা ভুলে গেছেন? সময়সূচি দেখে নিন এক ঝলকে।
- ৫. উত্তর কলকাতার বনেদিয়ানা থেকে বোসপুকুরের কোলাহল ধরে সিংহী পার্কের পুজোর আমেজ অনুভব করুন ঘরে বসেই, আমাদের ইন্টারেক্টিভ ম্যাপে।
- ৬. পুজোর ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় এখন আর নেই, উত্তর কলকাতার কুমারটুলি থেকে দক্ষিণের নেতাজি নগরের সমস্ত পুজো দেখুন ট্রাফিক জ্যাম এড়িয়ে, সবচেয়ে কম সময়ে আমাদের নেভিগেশন ফিচারের সাহায্যে।
- ৭."খুঁজছি তারে আমি অনন্ত কাল" - আর খুঁজতে হবে না। শুধু প্যান্ডেলের নাম লিখুন, আর পেয়ে যান সব তথ্য; প্রত্যেক লোকেশন ডেটা ও ডাইরেক্ট গুগল ম্যাপস্ লিঙ্কের সিস্টেমে আস্থা রাখুন আর পৌঁছে যান আপনার প্রিয় প্যান্ডেলে।